Jannatul Ferdush
25-10-2023
এখন আমি রেগুলার কাস্টমার আমি কিন্ত শুক্রবারের অফার লুফে নেবার কাস্টমার ।আজ Neutrogena hidro boost water aqua gel moisturiser টি রিসিভ করলাম। গত একবছর যাবত এটি ব্যবহার করছি। কোনও সাইড ইফেক্ট নেই।আমার খুবই পছন্দের একটি Moisturiser এটি।যাদের ফেইস অতিরিক্ত ঘাম হয় , ফেইসে Moisturiser দিলে ভারী লাগে , আমি বলবো তাদের জন্য বেষ্ট এটি।কারন এই সমস্যার সম্মুখীন আমি হতাম। কিন্ত যখন থেকে এটি ব্যবহার শুরু করেছি আমি ভুলেই গিয়েছি সমস্যা গুলো।Moisturiser টি ভিষন লাইট ওয়েট, স্কিনে দেবার সাথেই একটি ঠান্ডা Soothing ফিল দেয়।